ভোলার বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিনের ইন্তেকালে ‘দ্বীপকন্ঠ’ পরিবারের শোক।

DipKantha
DipKantha
প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলা কে,জাহান কমপ্লেক্সের মালিক, খলিফা পট্রি ফেরদাউস জামে মসজিদের সেক্রটারী, ভোলা পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলমের বড় ছেলে, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭০) বছর।  আজ ২০ ফেব্রæয়ারী ২১ইং সকাল ১০টায় ঢাকার সুত্রাপুর আজগর আলী হাসপাতালে মহামারীতে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন। একই মহামারীতে সংকটাপন্ন রয়েছেন তার স্ত্রী বিউটি বেগম (৪৭), একই হাসপাতালে লাইফ সাপোটে রয়েছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অনেক গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যতে শোক ও শোক সমতপ্ত পবিারের প্রতি সমবেদনা শোক জানিয়েছেন দ্বীপকন্ঠের প্রকাশক ও সম্পাদক ইউনুছ শরীফ, উপদেষ্টা এ্যাড. ইলিয়াছ হোসেন সুমন, মোঃ জামাল উদ্দিন, মোঃ রুহুল আমীন, মোঃ নুরনবী শাহাজাদা, ব্যাবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মনসুর আলম, বার্তা সম্পাদক এম লোকমান হোসাইনসহ ‘দ্বীপকন্ঠ’ পরিবার।