ভোলায় মাধ্যমিক শিক্ষক সমিতিতে বিটিএ প্রতিষ্ঠানের যোগদান
স্টাফ রিপোটার//
ভোলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এ যোগদান করেছেন বিটিএ সভাপতি ও সম্পাদকের দুই শিক্ষা প্রতিষ্ঠান। সদর উপজেলায় নবাগত দুই শিক্ষা প্রতিষ্ঠানের যোগদান উপলক্ষ্যে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ ভোলা বাংলা স্কুল সংলগ্ন সদর উপজেলা শিক্ষক সমিতি কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির জেলা সভাপতি শাহ নেওয়াজ চন্দ্রন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলা সভাপতি মীর আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমরান হোসেন রনির পরিচালনায় অনুষ্ঠানে যোগদান করা বিটিএ’র দুই শিক্ষা প্রতিষ্ঠান হলো বিটিএ’র সদর উপজেলা সভাপতি এইচ এম মইনুল হক শিপুর নিজাম উদ্দিন মাধ্যমিক ও সাধারন সম্পাদক মরহুম রফিকুল ইসলামের পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজ। ইতিপূর্বে তারা বাংলাদেশ শিক্ষক এসোসিয়েশন (বিটিএ)র পরিচালনাধীন ছিলেন। আজ এসব প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদের সবুজ ও মনিরুল ইসলাম নোমানের নেতৃত্বে তাদের যোগদানের মধ্য দিয়ে ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতিতে আর কোন দ্বিধাবিভক্তি থাকলোনা। এ নিয়ে এ সমিতিতে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠনের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান হলো। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির জেলা সাধারন সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, সাবেক সদর সভাপতি অধ্যক্ষ খালেদা খানম, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন নান্নু, মোঃ ইসমাইল, ওয়াসিম শাহা, জাকির হোসেন তালুকদার, মোঃ মেহেদী হাসান, তোফায়েল আহমেদ, মোঃ ইব্রাহীম, হাসান মিজানুর রহমান মিঠু, আবুল কাশেম, আবদুর রব, হাদিসুর রহমান,নজরুল ইসলাম, শাজে আলম হিরন, সরল কুমার দে, প্রাণ গোপাল দে, নিজাম উদ্দিন, মেজবাহুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক ইউনুছ শরীফ।