ভোলায় চরফ্যাশনে এসিড নিক্ষেপের সাজানো ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার//
ভোলায় চরফ্যাশনের আবদুল্যাহপুর ইউনিয়নে কলেজ ছাত্রীর উপর এসিড নিক্ষেপের সাজানো ঘটানর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত পরিবার। আজ ভোলা প্রেসক্লাবে প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন অভিযুক্তের বোন চরফ্যাশন ফাতেমা মতিন মহা বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাঃ সুখি।
লিখিত বক্তব্যে বোন মোসাঃ সুখি জানান, ভোলার চরফাশন উপজেলার ১৮নং আবদুল্যাহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছালা উদ্দিন মাঝির ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্নসম্পাদক আমার বড়ভাই বেলায়েত হোসেন তোতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লেখিত ওয়ার্ডের মেম্বার প্রার্থী। আগাম প্রচার প্রচারনা শুরু করায় একই এলাকার মেম্বার প্রার্থী খালেক সিকদার তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তোতাকে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য ১লাখ টাকা দেওয়ার প্রস্তাবও করেন। কিন্তু তোতা এতে রাজি না হওয়ায় তাকে এলাকা ছাড়ার হুমকী দেন খালেক সিকদার। এ ঘটনার জেরধরে গত ০৫/০২.২০২১ইং খালেক সিকদারের মেয়ে কলেজ পড়ুয়া সালমা আক্তার মুন্নির মুখে কিছু দিয়ে দাগ করে এসিড নিক্ষেপের অভিযোগ করে থানায় মামলা দায়ের করেন। যা কাউকে দেখতে দেয়া হচ্ছেনা। এসিড নিক্ষেপ করলে শুধু মাত্র নির্ধারিত একটি যায়গায়ইকি লাগবে? নাকি আরো অনেক যায়গায় লাগবে? অথচ মামলায় ইনজেকশনের সিন্স দিয়ে এসিড মারার অভিযোগ রয়েছে। এমন প্রশ্ন তুলে ধরে লিখিত বক্তব্যে আরো বলেন- এলাকার মিনা বাজারে জমিজমার বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। অথচ ঐ বাজারে আমার ভাই,বাবার কোন জমি বা ভিটি নেই। মিথ্যা-ভিত্তিহীন এসিড নিক্ষেপের এমন সাজানো ঘটনার সঠিক ও প্রকাশ্যে তদন্ত করা হোক। আমাদের মতো নীরিহ পরিবারকে এ ধরনের মিথ্যা অভিযোগ থেকে রেহাই দেয়া হোক। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ জিয়া ও নাহিদ।