ভোলায় মোহনা হাসপাতাল এ্যাওয়ার্ড ২০২১ ঘোষনা

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলায় মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের ‘মোহনা হসপিটাল এ্যাওয়ার্ড ২০২১’ ঘোষণা করা হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারী ডায়াগনস্টিক এন্ড হসপিটালের বোর্ড মিটিংয়ে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ এ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ডে বিশেষ ভূমিকা ও সামগ্রিক বিষয় বিবেচনায় প্রতিষ্ঠানের তিনজন পরিচালককে এ সন্মানা প্রদান করা হয়। তারা হচ্ছেন, মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের পরিচালক অধ্যাপক কবি ফিরোজ আলম, মিসেস ফারহানা ইয়াছমিন, আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ডাঃ শাহে আলম, প্রতিষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবদুল কাদের, অডিট কমিটির প্রধান অধ্যক্ষ হারুন অর রশীদ, মাওঃ হারুনুর রশীদ, ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিনসহ প্রতিষ্ঠানের পরিচলকবৃন্দ। সভায় তিনজনকে সন্মাননা এ্যাওয়ার্ড ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।