ভোলা পৌরসভায় দলীয় মনোনয়নে মনিরের সমর্থকদের আনন্দ মিছিল

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সংবাদে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল বের করেছে বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের কর্মী সমর্থকরা। আজ দুপুরে মেয়র মনিরের সমর্থকরা মিছিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকেও ধন্যবদা জানানো হয়েছে ওই মিছিলে।
দলীয় সুত্র জানায়, আজ শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্তী শেখ হাসিনা। সভায় ৫ম ধাপে দেশের ৩১টি পৌরসভার আগামী ২৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন প্রদান করে তালিকা চুড়ান্ত করা হয়। এতে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টানা দুই বারের নির্বাচিত মেয়র ভোলা জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির। দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পাওয়ায় আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের পক্ষে আনন্দ মিছিলে ভোলা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হোসেন আহমেদ, ভোলা জেলা যুবলীগের সহ-সভাপতি মো: রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাবদ্দিন লিটন, পৌর আওয়ামী লীগ নেতা রাজিব হাসান লিপু, পৌর ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, অবিনাশ নন্দি, নওশাদ হোসেন মুন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির মিয়াজি, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, কবির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ মিছিলে অংশ নিয়েছেন।