ভোলা আইনজীবি সমিতিতে বিএনপিজোট সভাপতিসহ-৮টি ও আ’লীগ সম্পাদকসহ-৫টিতে বিজয়ী- ‘দ্বীপকন্ঠ’ পরিবারের অভিনন্দন।

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

শরীফ মিজি//

আনন্দঘন পরিবেশে ভোলা আইনজীবি সমিতির নির্বাচন শেষ হয়েছে। এতে বিএনপিজোট সভাপতিসহ-৮ টিতে এবং আওয়ামীলীগ সাধারন সম্পাদকসহ-৫টিতে বিজয়ী হয়েছেন। গতকাল আইনজীবি সমিতির দক্ষিন ভবনে জেলা এড. জুলফিকর আহমেদ নির্বাচন কমিশন থেকে এ নির্বাচন পরিচালনা করেন। বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ‘দ্বীপকন্ঠ.কম’ পরিবার।

নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি-আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান (বিএনপিজোট) ৯০ ভোট, তার নিকটতম প্রতিদন্ধী এড. অতিন্দ্র লাল ব্যানার্জি (আ’লীগ) পেয়েছেন-৭৫ ভোট। সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল আমীন নুরনবী (আ’লীগ) ৯৩ ভোট, তার নিকটতম প্রতিদন্ধী এডে. রেজাউল করিম ফারুক (বিএনপি) পেয়েছেন ৭৩ ভোট। সহ-সভাপতি- এড. হাবিবুর রহমান বাচ্চু ও এড. জাকির হোসেন মনু (বিএনপিজোট)। সহ-সাধারন সম্পাদক- এড. ইফতারুল হাসান শরীফ (বিএনপিজোট), এড. জাকির হোসেন রিপন (আ’লীগ)। অর্থ সম্পাদক- আলহাজ্ব মোঃ ইলিয়াছ সুমন (বিএনপিজোট)। ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক- এড. এহিউদ্দিন হোলাল (আ’লীগ)। পাঠাগার সম্পাদক-এড. পলাশ চন্দ্র দাস (বিএনপিজোট) ও জান্নাতুল ফেরদাউস জুবলী চৌধুরী (আ’লীগ)।  সদস্য- এড. ছালা উদ্দিন প্রিন্স (বিএনপিজোট), ইকবাল হোসেন (বিএনপিজোট, মোঃ আবুল কাসেম (আ’লীগ)।বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন দ্বীপকন্ঠ.কম এর সম্পাদক ইউনুছ শরীফ, ব্যাবস্থাপনা সম্পাদক মুহাম্মদ মনছুর আলম, বার্তা সম্পাদক এম লোকমান হোসেনসহ দ্বীপকন্ঠ পরিবার।