ভোলার চরফ্যাশনে জমির বৈধতা দাবি করে সংবাদ সম্মেলন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

এম লোকমান হোসেন//

ভোলার চরফ্যাশন পৌরসভা ৩নং ওয়ার্ড চরফ্যাশনে প্রস্তাবিত জেনারেল হাসপাতালের নির্ধারিত জমির মালিকানা দাবী করেসংবাদ সম্মেলন করেছে। আজ চরফ্যাশন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন মোঃ মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ১৯৬৬-৬৭ সনে নিলামে খরিদ সুত্রে প্রাপ্ত জয়গুন খানমের নামে রেকর্ডভূক্ত হওয়ার পর ১৯৯৬ সনে হাল দিয়ারা জরিপে বিবি জয়গুন খানমের নামে প্রিন্ট রেকর্ড পর্চা হয়৷ দিয়ারা রেকর্ড অনুবলে ১০ জুলাই ২০১৯ তারিখে চরফ্যাশন সাব-রেজিস্ট্রার অফিসে ৪টি দলিল সম্পাদনের মাধ্যমে ৩৫.৭ শতাংশ ক্রয় সুত্রে আমি মিজানুর রহমান ও আমায় সহধর্মিনী দিলারা বেগম মালিক হয়ে সাড়ে ১৫ শতাংশ জমিতে প্রস্তাবিত চরফ্যাশন জেনারেল হাসপাতালের নামে সেবামুলক প্রতিস্ঠান গত ২৬ জানুয়ারি স্হানীয় সংসদ সদস্য ভিত্তি প্রস্হর স্থাপন করেন৷ যার দলিল নং ৪০১৯ অনলাইন নামজারি খতিয়ান নং ১৫৬৪৷  চরফ্যাশন বাজারের ব্যবসায়ি সানাউল্লাহ এন্টারপ্রাইজের মালিক মোঃ রিয়াজ ও আবুল হাশেম মাস্টারের দৌহিত্র মেহেদি হাসান রাজিবের প্ররোচণায় জনৈক আবু জাহের তালুকদার কে বাদি করে প্রস্তাবিত জেনারেল হাসপাতালের দলিল বাতিলের জন্য ভুয়া কাগজপত্রের মাধ্যমে তৈরি ১৯ জানুয়ারি- ২০২১ তারিখে চরফ্যাশন যুগ্ন জজ (২য়) আদালতে মোকদ্দমা দায়ের করেন৷ যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক প্রতারনা ও মানহানিকর৷ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি মিজানুর রহমান,দিলারা বেগম,ইকবাল হোসেনসহ ৬ জন ক্রয় সুত্রে মালিক হয়ে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে ডোবা ভরাট করি৷উক্ত জমিতে আমরা গ্রহীতাগন ভোগদখলে অহেতুক হয়রানি করতে মিথ্যা মামলার মাধ্যমে আমাদেরকে হয়রানি করছে৷করছে৷ খরিদা জমির মালিকানার সকল প্রয়োজনীয় কাগজকাগজপত্র ইতিমধ্যে আদালতে দাখিল করেন।