বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ভোলা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল আলমের দোয়া মাহফিল
স্টাফ রিপোটার//
বিপুল সংখ্যক জনসাধারনের উপস্থিতিতে ভোলা পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল আলমের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ১নং ওয়ার্ডে আবহাওয়া অফিস রোড নিজ বাড়ীতে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা পৌরসভার তিন বারের নির্বাচিত কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল আলমের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিজেপীর সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রতন, দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি কাউন্সিলর প্রার্থীর বড়ভাই আলহাজ্ব রাইসুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, জেলা বিএনপি’র যুগ্নসম্পাদক ও কাউন্সিলর প্রার্থীর ছোট ভাই ইয়ারুল আলম লিটন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম, আইনজীবি এডভোকেট মানবেন্দ্র রাম, ক্রিয়াবিদ ও জেলা ফুটবল কোচ বেনু চন্দ্র পাল। বক্তারা, মঞ্জুরুল আলমের দীর্ঘ ১৫ বছরের উন্নয়ন, ১নং ওয়ার্ডের হিন্দু মুসলিম ঐক্য সুসংহত রাখা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য আসন্ন নির্বাচনে তাকে আবারও নির্বাচিত করার আহবান জানান। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন।