অবশেষে মনির হোসেন মনু চোর পুলিশের হাতে আটক

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

স্টাফ রিপোটার্‌//:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ জনপদ হাজারীগন্জ ইউনিয়নের পেশাদার চোর মনির অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। গত ২৬ জানুয়ারি রাতে চরফ্যাশন বাজার থেকে চরফ্যাশন থানা পুলিশ তাকে আটক করে। এলাকায় সরেজমিনে ঘুরে জানা গেছে, হাজারীগন্জ ৩ নং ওয়ার্ডের মরহুম বলু ব্যাপারীর ছেলে মনির হোসেন ৪ নং ওয়ার্ডের মরহুম মিন্টু হাজীর বাড়িতে ভাড়া থেকে এলাকায় মানুষের হাসঁ, মোরগ ও টাকা পয়সা চুরি করে আসছে দীর্ঘদিন ধরে। গত ২৫ জানুয়ারি তার বাসার পার্শ্ববর্তী হাজারীগন্জ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের তালা ভেংগে রাত আনুমানিক ৭.৪৫ মি : ১ টি গ্যাসের চুলা, গ্যাসের বোতল, ২ টি তালা শিকল চুরি করে মুন্সীগন্জের মাকসুদ নামজ এক ব্যক্তির কাছে বিক্রি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিউল্ল্যাহ সাংবাদিককে বলেন, আমরা অনেক খোজাঁ – খোজিঁর পর মুন্সী গন্জের মাকসুদের বাড়িতে আমাদের মালামাল আছে জেনে, স্হানীয় চেয়ারম্যান মো: সেলিম হাওলাদারকে জানাই। তিনি চৌকিদার দিয়ে মাকসুদকে পরিষদে ডেকে এনে চোরাই মালামাল উদ্ধার করেন। ৫ হাজার টাকা জরিমানা করেন। চোর মনির পালিয়ে যায়। হাজারীগন্জ ঘুরে জানা গেছে, হাজারীগন্জ ৩ নং ওয়ার্ড মৃত মুজাম্মেল পুলিশের ১৭ জোড়া কবুতর। ১৮ জানুয়ারি ৪ নং ওয়ার্ডর মাষ্টার ইউসুফের ব্যবহুত মালামাল, হাসঁ -মোরগ ও ২০ হাজার টাকা। সম্প্রতি ৩ নং ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন নুরানি মাদ্রাসার ভ্যান ২ টি চুরি হয়। স্হানীয়রা চোরির সাথে মাকসুদ জড়িত বলে দাবী করেন। এদিকে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া সাংবাদিককে বলেন, আটক মনিরের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। সচেতন মহল মনির হোসেন মনু চোর ও চোরের গডফাদারদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও দাবী করছেন।