সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা নিহত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

স্টাফ রিপোটার :

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের কৃতি সন্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শামীম গতকাল ২১ জানুয়ারী ২১ রাত ২ টায় ৩০ মি: মটর সাইকেল দূর্ঘটনায় ঢাকায় নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। নিহত মিজানুর রহমানের গ্রামের বাড়িতে পরিবারে চলছে শোকের মাতম। হাজার হাজার বন্ধুমহল শোকে বাকরদ্ধ হচ্ছে, শামীমের অকাল মৃত্যুতে। এদিকে নিহত ছাত্র দল নেতা মিজানুর রহমান শামীমের লাশ দেখতে তাৎক্ষণিক ঢাকায় মেডিকেল কলেজে যান ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ভোলা -৪ ( চরফ্যাশন – মনপুরা) আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমসহ বর্তমান ও সাবেক কেন্দ্রীয় ও মহানগর নেতারা। মিজানুর রহমান শামীমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি চরফ্যাশনের মাদ্রাজে আগামীকাল শনিবার সকাল ১০ অনুষ্ঠিত হবে। পরে মসজিদ সংলগ্ন কবরস্হানে তাকে দাফন করা হবে।