ভোলায় পুলিশ ফাঁড়ির জন্য জমি দিলেন আলমগীর চেয়ারম্যানের ছেলেরা

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

 

শরীফ মিজি//

ভোলায় বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের পুলিশ ফাঁড়ির জন্য ৩২ শতাংশ জমি দান করলেন টগবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মরহুম আলমগীর মিয়ার দুই ছেলে তানবীর ও তানজিদ। এলাকার মানুষ আইনি সেবা পেতে আর দুরে যেতে না হয় এবং বিভিন্ন অপরাধীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ উদ্দেশ্যে তারা জমি দান করেন। জানা যায়, মরহুম আলমগীর চেয়ারম্যান তার জীবদ্দশায় আত্মমানবতার সেবায় একটি হাসপাতাল ও ইউনিয়ন পরিষদ করার জন্য জমি দান করেছিলেন। একজন দানবীর পিতার ছেলে হিসাবে তার মতোই মানবতার পরিচয় দিলেন তার ছেলেরা। বুধবার ২০জানুয়ারী২০২১ মির্জাকালু পুলিশ ফাড়িঁ স্থানান্তর করার জন্য জায়গা নির্ধারণ করলেন টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহুরম আলমগীর মিয়ার বাড়ীর সামনে টগবী ইউনিয়নের ১নং ওয়ার্ডে। ফাড়িঁর জায়গা পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের এডিশনাল ডিআইজি এহসানুল হক, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম, মির্জাকালু ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জহিরুল ইসলাম,  বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই মোহাইমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক টবগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, হাসান নগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মানিক হাওলাদার, মরহুম আলমগীর চেয়ারম্যান এর দুই ছেলে তানভীর আলম ও তানজিদ আলম জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বোরহানউদ্দিন শাখার সভাপতি হেলাল উদ্দিন নয়নসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।