ভোলার চরফ্যাশনে ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিট গঠন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

এম লোকমান হোসেন //

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৩ ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। চরফ্যাশন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইয়েদুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক আল এমরান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে ওই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। হাজারীগন্জ : মো: গিয়াস উদ্দিন হাওলাদার আহবায়ক প্রভাষক মো: মেহেদী হাসান,  মো: জসিম উদ্দিন, প্রভাষক ইয়াহিয়া মনির, মো: কামরুজ্জামান নাগর, ইউছুফ দফাদর, মো: মনির হোসেন, মো: কবির মাষ্টার, সজিব ও সাদ্দাম তালুকদারকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট হাজারগন্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। নুরাবাদ : মো:ইউসুফ আলী আহবায়ক, মো:লুৎফুর রহমান, মো: ইব্রাহীম (বিএসস),মো:সবুজ, মো:মামুন মাতাব্বর মো: নিরব, মো: বেল্লাল চৌকিদার, মো: নজরুল ইসলাম রিপন ও মো: শাকিলকে যুগ্ন আহবায়ক করে ১০ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আহম্মদপুর : মো: আবুল হাশেম হাওলার আহবায়ক, মো: ইউসুফ চাপরাশী,মো: শাহিন কম্পাউন্ডার, মো: কামাল হোসেন, ব্যাপারী, মো: ইউসুফ বিল্লাল, মো: বাচ্চু পালোয়ান , মো: মহসীন খালাশী ও মো: শাকিল ঢালীকে যুগ্ম আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট আহম্মদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।