ভোলায় বোরহানউদ্দিন পৌর নির্বাচনে জনতার প্রার্থী অধ্যক্ষ আবদুস সালামের গনসংযোগ
স্টাফ রিপোটার//
আসন্ন বোরহান উদ্দিন পৌরসভা নির্বাচনে জনতার প্রার্থী হিসেবে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে প্রচার প্রচারনা শুরু করেছেন অধ্যক্ষ আবদুস সালাম। আজ তার বাড়ীর দরজার জামে মসজিদে দোয়া মুনাজাতের মাধ্যমে তিনি এ গনসংযোগের শুরু করেন।
পরে তিনি বোরহান উদ্দিন পৌরসভায় উপজেলা রোড ও বাজারে নেতা কর্মীদের সাথে নিয়ে গনসংযোক করেন। এ সময় তিনি বলেন, আমি বোরহান উদ্দিন পৌরবাসির অধিকার সংরক্ষনে জনতার প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে বোরেহান উদ্দিন পৌরবাসীর শতভাগ সুবিধা নিশ্চিত করবো। বোরহান উদ্দিন পৌলসভাকে সন্ত্রাস ও মাধক মূক্ত পৌরসভা উপহার দিব এবং পৌরবাসির সরকারী ও বেসরকারি বরাদ্ধ শতভাগ ব্যাবহার নিশ্চিত করা হবে। এছাড়াও তিনি সল্প সময়ের মধ্যে নাগরিকদের উদ্দেশ্যে নির্বাচনী এসতেহার ঘোষনার করবেন বলে জানান। উল্লেখ তিনি মহামান্য হা্র্ই কোর্টের দীর্ঘ আইনী লড়াইয়ের পর তার মনোনয়নের বৈধতা পান। আগামী ৩০ জানুয়ারী নির্বািচন অনুষ্ঠিত হবে।