বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভোলায় ঘর পাচ্ছেন ৫২০ গৃহহীন পরিবার

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

শরীফ মিজি //

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ভোলায় ৫২০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরন করা হয়েছে। ঘর ও জমি নেই, এমন পরিবারগুলোকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ২ শতাংশ জমির মালিকানাসহ লিখে দেয়া হচ্ছে দুই কক্ষের একটি বসতঘর।

একইসাথে পচ্ছেন রান্নাঘর, বাথরুম ও সামনে খোলা বারান্দা। প্রতিটি গৃহ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এতে দারুণ খুশি অসহায় পরিবারগুলো। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার মোট ৫২০টি ঘরের মধ্যে সদর উপজেলায় ১৮২টি, দৌলতখান উপজেলায় ৪২টি, বোরহানউদ্দিন উপজেলায় ২৮টি, লালমোহন উপজেলায় ২০টি, তজুমদ্দিন উপজেলায় ১৮টি, চরফ্যাশন উপজেলায় ৩০টি ও মনপুরা উপজেলায় ২০০টি ঘর বারদ্ধ রয়েছে। ইতোমধ্যে এসব গৃহ নির্মাণের কাজ শেষের দিকে। সদরের ভূমিহীন জাহানারা (৬৫) বলেন, স্বামী মারা যাওয়ার পরে ৫ সন্তান নিয়ে ঠাঁই ছিলো অন্যের জমিতে। দিনমজুর সন্তনরা বিয়ে করে অন্যত্র সংসার পাতে। সেই থেকে অন্যের বাড়িতে আশ্রয় নেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাকা বাড়ি ও জমি পেয়ে খুশির সীমা নেই আমার। জাহানারার মতো খুশি বাকপ্রতিবন্ধী জোছনা বেগমের পরিবার। তারাও প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। এ লক্ষ্যেই ভোলায় সরকারি খাস জায়গার ওপর ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে ভূমিহীনদের জন্য ঘর। এখানে মাথা গোঁজার ঠাঁই পাবেন প্রায় ৫২০ পরিবার। তিনি আরো জানান, বাসিন্দাদের টিউবয়েল, ড্রেনেজ ও অন্যান্য সুবিধার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে।