ভোলায় চরফ্যাশনে খাদিজা নাছরিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোটার//
ভোলার চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহকারী খাদিজা নাছরিন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১জানুয়ারী বেলা ১১টায় বিভিন্ন সংগঠনের ব্যানারে চরফ্যাশন সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক–কর্মচারি শিক্ষিকা, শিক্ষার্থী বাজারের ব্যবসায়ীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম ও ভোলা জেলা (দক্ষিণ)নাগরিক ফোরামের সভাপতি এম আবু সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, কোস্ট ট্রাস্টের ভোলা জেলার সহকারি পরিচালক রাশিদা বেগম, চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব এম আমির হোসেন, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) সম্পাদক প্রভাষক ইয়াহ হিয়া ইসলাম মনির, নারী নেত্রী মাহমুদা খানম মিলি, চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের সাধারন সম্পাদক স্কুল শিক্ষিকা শামসুন্নাহার স্নিগ্ধা, মনির আসলামি, বিডি ক্লিনের আশিকুর রহমান শিপন, চরফ্যাশন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের সভাপতি তরিকুল ইসলাম, নিহতের চাচা নাছির উদ্দিন খোকন৷ বক্তারা বলেন, খাদিজা নাসরিনকে শ্বাসরোধ করে হত্যার ৫৩ দিনেও চরফ্যাশনে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতির কারণে প্রধান আসামী কামাল হোসেনসহ তার পরিবারের অন্যান্যদের পুলিশ গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। আগামি সাতদিনের মধ্যে আসামীদের অবিলন্বে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দলোনের ঘোষণা দেয়া হয়। মানববন্ধন কর্মসূচি থেকে। উল্লেখ গত ২২ নভেম্বর রাতে স্বামী কামাল হোসেন কালিয়াকান্দী বাড়িতে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ।