প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
দূর্ণীতি-অনিয়মের অভিযোগে ভোলার লালমোহন পৌর মেয়রের বিরুদ্ধে মানব বন্ধন
স্টাফ রিপোটার//
ভোলারলালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনকে চোর, অর্থ পাচারকারী, লুটপাটকারী সম্ভোধন করে তার এসব অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে লালমোহন পৌরসভার সর্বস্তরের নাগরিকের ব্যানারে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আজ লালমোহন চৌরাস্তায় ব্যানার ও প্লেকার্ড নিয়ে মেয়রের সীমাহীন দুর্নীতি, ও অনিয়মের অভিযোগ এনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফেষ্টুনে লেখা ছিল মেয়র তুহিনের অবিলম্বে গ্রেফতার চাই। জানা যায় গত সপ্তাহে তার বিরুদ্ধে আদালতে একটি দূর্নীতি মামলা দায়ের করেন পৌর আওয়ামী লীগ সভাপতি সফিকুল ইসলাম বাদল। এক সপ্তাহ পর মানববন্ধনের মাধ্যমে রাজনৈতিকভাবে গ্রেফতারের দাবি করা হয়। এসময় উৎসুক জনতার ভিড়ে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।