ভোলায়-চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা ইসলাম ও আধুনিক শিক্ষার সেরা প্রতিষ্ঠান

DipKantha
DipKantha
প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

এম লোকমান হোসেন//

 

ভোলায় আধুনিক ও ইসলাম শিক্ষার সেরা প্রতিষ্ঠান হিসেবে জেলার শ্রেষ্ঠ পুরস্কারে মনোনীত হয়েছে চরফ্যাশন উপজেলার রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক  ও সাংবাদিক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিগত বছরে এ মাদরাসা থেকে শিক্ষার্থীদের রেজাল্টের উপর ভিত্তি করে জিপিএ-৫ ও সর্বচ্চ পাশের হার বেশি হওয়ায় এবং চরফ্যাশন উপজেলার ভেতরে ইসলাম ও আধুনিক শিক্ষার সেরা মান পর্যালোচনায় জেলা শ্রেষ্ঠ পুরস্কারে মনোনীত হয়েছে। তিনি আরও বলেন, মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে ডে’নাইট ও আবাসিক ছাত্র ছাত্রিদের সু-শিক্ষায় গড়ে তোলার কারণে বছরের শুরুতেই বিগত বছরের মতো এবারও প্রসংশা কুড়িয়েছে। মাদরাসাটির শিক্ষকরা জানান, শিক্ষার মান ভালো হওয়ায় অন্যান্য বছরেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিকবার প্রশাংসা পেয়েছে এ মাদরাসা। চলতি বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও নতুন শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়েছে। এ বছর বই উৎসব না হলেও কোমলমতী শিক্ষার্থীরা নতুন বই পেয়েই আনন্দ আর উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও মাদরাসা ও শিক্ষকদের প্রশাংসা করে বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম করে ইসলাম ও আধুনিক পাঠদানেই শিশুরা ভালো ফলাফল অর্জন করেছেন ফলে জেলা শ্রেষ্ঠ পুরুস্কারটিও একমাত্র তাদেরই প্রাপ্য।