ভোলায় ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এর শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


শরীফ মিজি //
‘ওদের জন্য উষ্ণতা’ এ শ্লোগানকে সামনে রেখে ভোলায় চিন্নমূল শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ ভোলা জেলা। আজ শুক্রবার (১লা জানুয়ারি) দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে েএ শীতবস্ত্র বিতরন করা হয়। এতে প্রায় ৪০০ জন মহিলা পুরুষ ও শিশুদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম, ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ বরিশাল ভিবাগের সহ সভাপতি, সহ-সভাপতি সৌরভ তালুকদার, ভোলা জেলার সহ-সভাপতি ঐশী দত্ত, সাধারন সম্পাদক শাখাওয়াত, অর্থ সম্পাদক ইসমাইল, জন সংযোগ কর্মকর্তা শাহীন, জন সম্পদ কর্মকর্তা জুবায়ের এবং প্রজেক্ট কর্মকর্তা খালেদ বীন কবির প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, এইচ এ শরীফ, শহীদুল ইসলাম সাগর, তানভীর, নাজিম, আরিশা জুই,মিতু, নকিব, শাহিনুল ইসলাম হাসান, ইসতিয়াক আর অন্যন্য সদস্যবৃন্দ।