দ্বীপকন্ঠের সম্পাদক ইউনুছ শরীফের বাবা-মায়ের মৃত্যু বার্ষিকীতে সকলের দোয়া কামনা
স্টাফ রিপোটার //
দ্বীপকন্ঠ.কম এর প্রকাশক ও সম্পাদক, বৈশাখী টেলিভিশন, দিগন্ত টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি, দৈনিক আমার সময়, শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি ও দৈনিক বরিশাল ভোরের আলো, দৈনিক দখিনের মূখের ব্যুরো প্রধান সাংবাদিক ইউনুছ শরীফের পিতা মৌলভী আবদুল মন্নানের ২২ ডিসেম্বর নবম মৃত্যু বার্ষিকী এবং ১লা ডিসেম্বর ‘মা’ রাহেলা বেগমের সপ্তম মৃত্যু বার্ষিকী। তার বাবা মায়ের মৃত্যু মাসে তাদের শান্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন তাদের পরিবার। তাদের মৃত্যু মাস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে চরফ্যাশন উপজেলার হাজারী গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন তাদের নিজ বাড়ীতে দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুম মৌলভী আবদুল মন্নানের পৈত্রিক নিবাস ছিল দৌলতখান উপজেলার দক্ষিন সৈয়দপুর ইউনিয়নের স্বরাজগঞ্জ বাজার এলাকায়। সেখানেই তার কর্মময় জীবনের বেশি অংশ কেটেছে। পরবর্তিতে ৯০ এর দশকে মেঘনার ভাঙ্গনের ফলে চরফ্যাশন এলাকায় বসতি শুরু করেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর শতোর্ধ বয়সে ২০১১ সালের ২২ ডিসেম্বর চরফ্যাশন উপজেলার বর্তমান বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ২০১৩ সলের ১লা ডিসেম্বর তার সহধর্মীনি রাহেলা খাতুন (৭৪) ভোলা শহরে ছোট ছেলে সাংবাদিক ইউনুছ শরীফের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম-মরহুমাকে চরফ্যাশন চেয়ারম্যান বাজার উত্তর মাথা জামে মসজিদের কবরস্থানে সমাহিত করা হয়েছে। মৃত্যু কালে তারা ৫ ছেলে, তিন মেয়ে, নাতি নাতনিসহ অনেক গুনাগ্রহী রেখে গেছেন।