ভোলার চরফ্যাশনের খাদিজা নাসরিনকে শ্বাসরুদ্ধকরে হত্যা! ময়নাতদন্ত রিপোর্ট।
স্টাফ রিপোটার //
ভোলার চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহকারি খাদিজা নাসরিনের(৩০)ঝুলন্ত লাশ উদ্ধারের পর পোস্টমর্ডেম (ময়নাতদন্ত) করা হয়েছিল৷ দীর্ঘ ১ মাস ২২ দিন পর ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। রিপোটে তাকে শ্বাসরুদ্ধকরে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার সময় মৃত খাদিজার ভাই মোঃ সাইফুল ইসলাম রুবেল ময়নাতদন্তের রিপোর্ট এর ফলাফল সম্পর্কে নিশ্চিত করেছেন৷ খাদিজার পারিবারিক সুত্রে জানা যায়, চরফ্যাশন থানায় খাদিজার ময়নাতদন্তের রিপোর্ট এসেছে খবর শুনে থানায় গেলে মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে রিপোর্ট দেখান৷ সে রিপোর্টে স্পষ্ট লিখা আছে খাদিজাকে শ্বাসরুদ্ধকরে হত্যা করা হয়েছে৷ মৃত খাদিজার ভাই রুবেল বলেন, আমরা এতোদিন ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম৷ যেহেতু আমার বোনকে শ্বাসরুদ্ধকরে হত্যা করার রিপোর্ট এসেছে তাই আগামীকাল চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছি৷ উল্লেখ, খাদিজা নাসরিন গত ২১ নভেম্বর সন্ধ্যায় একটি ছেলে সন্তানের জন্ম দেয়৷ ২২ নভেম্বর তার স্বামী কামাল হোসেন চরফ্যাশন পৌরসভা ৯নং ওয়ার্ড কালিয়া কান্দি এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে যান৷ রাতে খাদিজাকে শ্বাসরুদ্ধকরে মৃত্যু নিশ্চিত জেনে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্নহত্যার অপপ্রচার চালান বলে জানিয়েছন খাদিজার বাবার বাড়ির লোকজন৷