ভোলায় চরফ্যাশন জমিয়তুল মোদাররেসীনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এম লোকমান হোসেন //
মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন ভোলার চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠীত হয়েছে। শনিবার (২৬ডিসেম্বর) উপজেলার কারামাতিয়া কামিল মাদরাসার হলরুমে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা জমিয়তুল মোদাররেসীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আবদুল খালেক।
জমিয়তুল মোদাররেসীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মঈনুদ্দীন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা সহ-সভাপতি মাওলানা মো. আহমদ উল্লাহ। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. ছিদ্দিকের পরিচালনায় সম্মলেনে বক্তব্য রাখেন, অধ্যাপক মো. কামরুজ্জামান, প্রভাষক মুহাম্মদ মামুন আলম,মো. আবদুস ছোবহান, মো. ছালাহ উদ্দিন, মো. সিহাব উদ্দিন, মো. ফরহাদ হোসেন, মো.আইয়ুব আলী, মো.নুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় দাখিল, আলীম, ফাযিল ও কামিল মাদ্রাসার ২ জন করে শিক্ষক প্রতিনিধি ও নিজ নিজ প্রতিষ্ঠানের সুপার এবং অধ্যক্ষগণ অংশ গ্রহণ করেন। আয়োজিত সভায় বক্তারা আগামী নেতৃত্বের জন্য গণতান্ত্রীক প্রক্রিয়ায় নির্বাচনের জন্য দাবী করলে উপস্থিত সদস্য বৃন্দ উক্ত দাবীর উপর জোড়ালো সমর্থন করেন। এসময় মাদরাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতীক সংগঠন জমিয়তুল মোদাররেসীন এর সঠিক নেতৃত্ব সচ্ছ ও জবাবদিহী মূলক এবং শিক্ষকদের বিভিন্ন দাবী আদায়ের জন্য পকেট নেতৃত্ব ভেঙ্গে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রেখে অতিদ্রুত নির্বাচন দেয়ারও আহবান জানান অধ্যাপক কামরুজ্জামান। সভায় চরফ্যাশন উপজেলা জমিয়তুল মোদাররেসীন এর বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন চলমান কমিটির বিদায়ী সাধারণ সম্পাদকের মাওলানা মো. ছিদ্দিক। এসময় প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মো. আবদুল খালেক শিক্ষকদের উত্থাপিত দাবী বিবেচনায় এনে নতুন কমিটি গঠনে অঙ্গীকার করেন।