প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
পটুয়াখালী কমিউনিটি মেডিকেল টেকনোলজি এন্ড ইনিস্টিটিউটের কোর্স সম্পন্নদের মধ্যে ক্রেস্ট বিতরণ
এম লোকমান হোসেন//
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পটুয়াখালী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের ২ বছর মেয়াদ সম্পন্ন প্যারামেডিকল ডাক্তারদের মধ্যে ক্রেস্ট বিতরন করা হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি একে এম জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি), প্রতিষ্ঠানের প্রধানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক এড,জাকির হোসেন।