ভোলায় মোহনা ডায়াগনস্টি এন্ড হসপিটালেন নতুন মেডিকেল অফিসার ডাঃ মারিয়া
স্টাফ রিপোটার//
ভোলায় মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের নতুন মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ জান্নাত সুলতানা মারিয়া। উচ্চতর শিক্ষার জন্য ছুটি নিয়েছেন সাবেক মেডিকেল অফিসার ডাঃ নাফিসা তাছনিম ঐশী। ডাঃ জান্নাত সুলতানা মারিয়া তারই স্থলাভিশিক্ত হলেন। ১৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠানিক ভাবে ডাঃ নাফিসা তাছনিম ঐশী কে বিদায় ও ডাঃ জান্নাত সুলতানা মারিয়ার যোগদান পত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন, দ্বীপকন্ঠ.কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইউনুছ শরীফ, বিদায়ী মেডিকেল অফিসার ডাঃ নাফিসা তাছনিম ঐশী। আবেগ আপ্লুত কন্ঠে ডাঃ ঐশী বলেন, মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালে চাকুরীর সুবাদে জানলাম, এখনো দেশে চিকিৎসা সেবার মান ঠিকরাখা, নিয়মানুবর্তীতা, শৃঙ্খলা, সেবা ও ডাক্তারদের মূল্যায়ন করার মতো ভালো প্রতিষ্ঠান আছে। যার বাস্তব হচ্ছে মোহনা ডায়াগস্টিক এন্ড হসপিটাল। অপরদিকে সদ্য যোগদান কার ডাঃ জান্নাত সুলতানা মারিয়া বলেন, আমার সাধ্য মতো চিকিৎসা সেবায় নিজেকে আন্তরিক ভাবে মনোনিবেশ করার চেষ্টা করবো। ডাঃ জান্নাত সুলতানা মারিয়া বরিশাল মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করে গাইনী চিকিৎসা ও আল্টায় বিশেষ প্রশিক্ষন গ্রহন করেন। অনুষ্ঠানে বিদায়ী ডাঃ ঐশীকে তার দায়িত্বে যথাযথ অবদানের জন্য সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠন পরিচালনা করেন মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের ম্যানেজার মোঃ তানভীর হাসান। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপাস্থিত ছিলেন।