স্বাধীনতা বিরোধীরাই ভাষ্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে -তোফায়েল আহমেদ এমপি

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

স্টাফ রিপোটার //

 

যারা ভাষ্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে, তারা স্বাধীনতা বিশ্বাস করেনা। তারা স্বাধীনতা বিরোধী। অতিব দুঃখের সাথে বলতে হয় স্বৈচারী জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে ধর্ম ভিত্তিক রাজনীতির অনুমতি দিয়েছে। যারা দেশে খুন,ধর্ষন, নারী নির্যাতন করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে বঙ্গবন্ধু তাদের বিচারের আওতায় এনেছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। ভাষ্কর্য নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের এ ষড়যন্ত্র রুখতে হবে। আওয়ামীলীগের প্রত্যেক নেতা, কর্মীকে ভাষ্কর্যের বিষয়ে আরো সোচ্চার হতে হবে। পৃথিবীর সকল মুসলিম দেশে ভাষ্কর্য রয়েছে। ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরান, ইরাক, মালেশিয়া, তুরস্ক, তিউনেশিয়া, সিরিয়ায় ভাষ্কর্য রয়েছে। বাঙগালী জাতীর পিতা বাঙ্গালীর মনের  মনিকোঠায় রয়েছে। দেশ ও মাটি যতদিন থাকবে ততদিন জাতীর পিতা বাঙ্গালীর অন্তরে থাকবে। আজ ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিশাল মানব বন্ধনে টেলিফোনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এসব কথা বলেন।

তিনি ১৪ ডিসেম্বর বুদ্ধিজিবী দিবস উপলেক্ষ বলেন, দেশেকে মেধা শুন্য করতেই পাকিস্তানের দোষররা এসব বুদ্ধিজিবীদের হত্যা করেছে। সে দিন আমার অনেক ওস্তাদ ছিল শাহাদাৎ বরণ করেছে। সাংবাদিক বুদ্ধিজীবি ছিল। আমি এ দিনে তাদের শ্রদ্ধাভরে স্মরন করছি। আজ যারা ভাষ্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বলবো, বাংলার প্রশাসন, ব্যাবসায়ী, খেটে খাওয়া দিনমজুরসহ সর্ব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ভাষ্কর্য নির্মন করবেই। ভোলা জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মানব বন্ধন শুরু হয়ে শহরের বরিশাল দালান ও নতুন বাজার পর্যন্ত দীর্ঘ এ মানব বন্ধনে বক্তব্য  রাখেন, জেলা আওযামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোমিন টুলু,  সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব। উপস্থিত ছিলেন, মুক্তি যোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকি, এনামুল হক আরজু, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেসহ জেলা, উপজেলা, ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। মানব বন্ধনে, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমীক লীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন অংশ গ্রহন করেন।