ভোলায় হিউম্যান রাইট্স ডিফেন্ডার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

(স্টাফ রিপোটার// ভোলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে  আলোচনা  সভা করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, ভোলা শাখা। আজ শহরের অস্থায়ী কার্যলয়ে এতে সভাপতিত্ব করেন জিনাত রেহানা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, ভোলা শাখার সাধারন সম্পাদক মোঃ হোসেন, ওবায়েদুল হক মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: বাছেত হোসেন, প্রভাষক কামরুল ইসলাম, প্রভাষক বিপ্লব পাল কানাই, দ্বীপ কন্ঠ.কম এর ব্যাবস্থাপনা সম্পাদক মো: মুনছুর আলম, মঞ্জুর আলম, মো: ইয়ামিন প্রমূখ। বক্তারা বলেন, এ ফোরামের মাধ্যমে মানুষকে স্বচ্ছতা ও জবাবদিহীতায় উদ্ভূদ্ধ করতে পারলে দেশেকে অপরাধ থেকে বাচানো যাবে।