ভোলা জেলা ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

স্টাফ রিপোটার//

ভোলা জেলা ঐক্য পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন ঐক্য পরিষদের কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আকাশ চৌধুরী ও সদস্য সচিব হিরা কুমার কুন্ডু’র স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভোলা জেলা ছাত্র এক্য পরিষদ আহবায়ক কমিটির অনুমোদন ঘোষণা করেন।

ভোলা জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটিতে আহবায়ক পিন্টু মন্ডল, যুগ্ন আহবায়ক সুকলব চন্দ্র দাস, রাজু পোদ্দার, শাওন দাশ, অপু চন্দ্র দাস, রবিন দে। সদস্য সচিব অর্নব চন্দ্র দে (চন্দন)।

এছাড়াও কর্ন চন্দ্র দে, তন্ময় দে, পলাশ মজুমদার, সুজন দেবনাথ, নয়ন দাস, বাসুদেব বারুই, সুশান্ত রায়, নয়ন চন্দ্র, কৃষ্ণকান্ত তালুকদার, অভিজিৎ গুহ, অনিক দাস, গোপাল চন্দ্র দে, পরিক্ষিত পন্ডিত, দোলন চন্দ্র দে, অন্তু দে, প্রসজিৎ চন্দ্র দাস, প্রান্ত দেবনাথ, অন্তর চন্দ্র, মধু সুধন দে, নিঝুম মজুমদার, অনিক দে, সৌকত সাহা, অংঙ্কন দে, কৌশিক রায়, সজল মাঝি, প্রদীপ শিকদার, বিশ্বজিৎ ব্যাপারী, জিতু রায়, অররা জিসান, আবির পোদ্দার, হৃদয় চন্দ্র মজুমদার, সবুজ কর্মকার, অসিত গাঙ্গুলী, পাপন দাসকে সদস্য করে মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।