তজুমদ্দিনে ২৪ তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তৃতা করেন- উপজেলা আ’লীগ সভাপতি ও চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, সহযোগীতা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের তপন কুমার সরকার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ বছর করোনার কারণে মেলার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।