ভোলা ক্রিকেট একাডেমির ২য় বর্ষপূর্তি উদযাপন

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

স্টাফ রিপোটার ====

কেক কাটা, আলোচনা সভা প্রীতি ক্রিকেট ম্যাচসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলা ক্রিকেট একাডেমির ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গতকাল ভোলা গজনবী ষ্টেডিয়ামে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলাম লিটন।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুনতাছির আলম রবিন চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক তানভীর হায়দার রজিব চৌধুরী, বরিশাল বিভাগীয় ক্রীকেট কোচ টোটাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সুমন খান, কাজী বাবু, আবদুল আলীম আরিফ, জেলা কোচ নজরুল হুদা গোফরান, সহকারী কোচ ইমরান হোসেন, তৌহিদ চৌধুরী, জেলা ফুটবল দলের অধিনায়ক বেনু পাল, ক্রিকেট সহকারী কোচ এম ডি মাঈনুদ্দিন, রাজিব দাস, কোয়াব জেলা সভাপতি কামরুল্ ইসলাম সৈকত। প্রধান অতিথি ইয়ারুল আলম লিটন বলেন, ভোলা গজনবী ষ্টেডিয়াম খেলোয়ারদের জন্য উন্মূক্ত। এটা খেলোয়ারদের স্থান। বিগত দু’বছরে ক্রিকেট একাডেমীর বড় অর্জন রয়েছে। যার ধারাবাহিকতায় বর্তমানে এ একাডেমীতে দু’শাধীক খেলোয়ার রয়েছে। অচিরেই এ ষ্টেয়িাম আরো আধুনিক হবে। যা জাতীয় খেলোয়ার তৈরীতে অনেক অবদান রাখবে।