কোরআন পোড়ানোর প্রতিবাদে ভোলায় মুসলিম ঐক্যের বিক্ষোভ

DipKantha
DipKantha
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৩

জহির ঊদ্দিন বাবর//

সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি পোড়ানোর  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কালীনাথ রায়ের বাজার, হাটখোলা মসজিদ চত্বরে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জুম্মার নামাজ শেষে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশনেন। ভোলা জেলামুসলিম ঐক্য পরিষদের  ব্যানারে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা মসজিদ এলাকায় গিয়ে সমবেত হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। সুইডেনের দূতাবাস বন্ধের দাবি জানান, সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে সলমন মোমিকাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, <span;>মুসলিম ঐক্য পরিষদের সম্পাদক উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, দারুল ইরফান মাদ্রাসার প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম ফারুকী, হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, মাওলানা আতাউর রহমান মমতাজিসহ অন্যান্য নেতৃবৃন্দ।