ভোলার মেঘনায় ৩শ মণ লবণসহ ট্রলার ডুবি

ভোলা প্রতিনিধি//
ভোলার মেঘনায় ৩শ মনসহ একটি ট্রলার ডুবে গেছে। এমভি দিলোয়ারা-৩ নামের এ ট্রলারটি লবণ বোঝাই করে চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে অন্য একটি কার্গো জাহাজ ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা মাঝিমাল্লারা নিরাপদে রয়েছেন।
২ জানুয়ারি শুক্রবার ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ট্রলারে থাকা শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে ৩শ মন লবণ নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা করেন। রাতে ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই ট্রলারটিও মাঝ নদীতে নোঙ্গর করে রাখেন। ভোর রাতের দিকে অজ্ঞাত একটি কার্গো জাহাজ ট্রলারটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা দেখতে পান তাদের ট্রলারে পানি ডুকছে এবং ট্রলারের প্রায় ৯৫ ভাগ ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে চলে আসেন। এতে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
ভোলা সদরের ইলিশা নৌ-থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ট্রলারটি বর্তমানে তুলাতুলি নদীর তীরের কাছাকাছি রয়েছে। ট্রলারে থাকা লবণ পানির সঙ্গে মিশে গেছে। ট্রলারটি উদ্ধারের জন্য নৌ পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।
ছবি সংযুক্ত।
