আমি জিয়া পরিবারের কাছে ঋণী-হাফিজ ইব্রাহিম

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

ভোলা প্রতিনিধি//

বিএনপি’র ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহিম বলেছেন, আমি জিয়া পরিবারের কাছে চির ঋণী। জিয়া পরিবার আমাকে মনোনয়ন দিয়ে চির কৃতজ্ঞ করেছেন। পাশাপাশি ৫ আগস্টের মাধ্যমে আমরা যেই স্বাধীনতা পেয়েছি তা না হলে জিয়া পরিবার এবং আমার ভাই গিয়াস উদ্দিন আল মামুন হয়তো চিরদিনের জন্যই কারা ভোগ করতেন। কোনদিনই মুক্তি পেতেন না। আমি আশা করি জিয়া পরিবার আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, আমরা ভোলার ৪টি আসনের সকল বিএনপি প্রার্থী বিজয়ী হয়ে এলাকার উন্নয়নের মাধ্যমে সেই কৃতজ্ঞতা প্রকাশ করবো। ভোলা-বরিশাল সেতু, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং ২০০১ সালের মত মানুষ ঘরের দরজা খুলে ঘুমানোর যেই নিরাপত্তা আমি দিয়েছি, পুনরায় সেই নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনবো। বৃহস্পতিবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে হাফিজ ইব্রাহিম আরো বলেন, জামায়াত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। এক সময় এই জামায়াতে ইসলামী আমাদের সহযোগী ছিল। এখন তারা আমাদের প্রতিপক্ষ। আমাদের প্রতিপক্ষ হয়েই তারা থেমে নেই। তারা ইদানিং সন্ত্রাসী কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি যে সকল এলাকায় জামায়াত নির্বাচন করবে না সে সকল এলাকা থেকে বহিরাগত জামায়াত-শিবিরের নেতাকর্মী এনে ভোট কেন্দ্র দখলেরও পরিকল্পনা করছে। আমি আমার নেতাকর্মীদেরকে তাদের প্রতি নজরদারির জন্য নির্দেশ দিয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র উপদেষ্টা আল এমরান খোকন, সদস্য সচিব আজম কাজী, সদস্য এডভোকেট ফরিদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, বিএনপি নেতা কাজী ফিরোজ আলম, আলী আকবর পিন্টুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এর আগে গতকাল ১২ নভেম্বর বুধবার হাফিজ ইব্রাহিম ভোলার দৌলতখান উপজেলা বিএনপি’র সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন।