চুপ্পুর হাত থেকে জুলাই সনদের বায়াত নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো- হাসনাত আব্দুল্লাহ

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

ভোলা প্রতিনিধি//

জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংঘঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চুপ্পুর হাত থেকে জুলাই সনদ এর বায়াত নেয়ার চেয়ে নদীতে ডুবে মরে যাওয়া ভালো। জুলাই সনদে ডক্টর ইউনুস কে স্বাক্ষর করতে হবে। চুপ্পুকে দিয়ে জুলাই সনদের স্বাক্ষর করালে শহীদদের সাথে গাদ্দারি করা হবে। একটি মহল চুপ্পুকে দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। এ কথা ভাবলেই লজ্জায়, ঘৃণায় বেহুশ হয়ে যাওয়ার মত। তার চেয়ে আত্মহত্যা করা ভালো। ঢাকার পরে ভোলায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে। শহীদের জন্য উর্বর জায়গা ভোলা। সেই ভোলার উন্নয়নের জন্য ভোলা বরিশাল সেতুর ক্ষেত্রে আমাদের যত ধরনের সহযোগিতা লাগে আমরা সেটা করব। আন্দোলন সংগ্রামেও এনসিপি সাথে থাকবে। আজ ২ নভেম্বর রোববার এনসিপি’র ভোলা জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, একটি গ্রুপ বলছেন, জুলাই সনদের প্রয়োজন নেই। কিছুদিন পর বলবেন ২৪এর প্রয়োজন ছিল না‌ শুধু নির্বাচন দরকার। যার টেস্ট ম্যাচ গতকাল ভোলায় শুরু করেছেন। ভোলায় আবার শুনলাম নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জুলাই যোদ্ধাদের একজন অন্যতম সম্মুখ যোদ্ধা। তাকে নিয়ে যারা কুৎসা রটনা করছেন এবং হামলা করছেন বিষয়টি খুব সুন্দর মানায় না। তাদেরকে আরো সহনশীল ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত।

 

ভোলা জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আশা করি তারা সেই জায়গা থেকে ফিরে এসে উচ্চকক্ষের যেই আলাপ-আলোচনা হচ্ছে সেখানে ফিরে আসবেন। গত ১৭ বছরের বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মী আছেন যারা বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই। এই দলগুলোর প্রতি অনুরোধ জানাবো, তারা যেন এই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করেন।

 

সমন্বয় সবায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, দক্ষিণাঞ্চলীয় যুগ্ন-মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু। বিশেষ বক্তা ছিলেন, এনসিপি’র যুগ্ন সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, দক্ষিণ আঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, যুগ্ন মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, যুগ্ন মুখ্য সংগঠক মেজবা কামাল, কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ মুসা। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ভোলা জেলা যুগ্ন সমন্বয়কারী মাকসুদুর রহমান। সমন্বয় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।