উচ্ছেদ অভিযানে পৌরসভার ৩ গাড়িতে হকারদের আগুন 

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

ভোলা প্রতিনিধি//

হকারদের বাঁধা উপেক্ষা করে ভোলা পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার ৩টি ময়লার গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ হকাররা। আজ ২৫ অক্টোবর শনিবার বিকেলে ভোলা পৌরসভার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আজ শনিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে করতে মুক্তিযোদ্ধা ভবনের সামনে আসলে উশৃংখল হকাররা পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে মুহুর্তের মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ গাড়িগুলো পুড়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অবৈধ স্থাপনা গুলো আওয়ামী লীগের সময় থেকে মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনা করে আসছে। এখনো মুক্তিযোদ্ধা সংসদই পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন জানান, আমরা এই উচ্ছেদে অভিযানের পক্ষে। এই অবৈধ স্থাপনার কারণে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে।

এ বিষয়ে হকার সমিতির ভোলা জেলা সভাপতি মোঃ দুলাল জানান, আমরা আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা করে জামানত দিয়ে এই দোকানগুলো বরাদ্দ নিয়েছি। এগুলো বৈধ কি অবৈধ সেটা আমরা জানতাম না। এখনো আমরা মুক্তিযোদ্ধা সংসদকেই ভাড়া দেই। আমাদের সেই টাকার ফয়সালা করে দিয়ে এগুলো ভাঙ্গা দরকার ছিল। এখন আমরা কি করব।

এ বিষয়ে পৌর প্রশাসক মিজানুর রহমান জানান, পৌরসভার পক্ষ থেকে ৩ বার নোটিশ দেয়ার মাধ্যমে অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু অবৈধভাবে দখলে থাকা হকাররা কোন ভাবেই তাতে কর্ণপাত করছেন না। যার কারণে পৌর কর্তৃপক্ষ জনদুর্ভোগ কমানোর জন্য এই উদ্যোগ নিয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যারা পৌরসভার গাড়ি পুড়িয়েছে তাদেরকে চিহ্নিত করে নিয়মিত মামলা দায়ের করা হবে।