জাতি লজ্জিত !

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

কাজী আঞ্জুম,

-শিক্ষক, লেখক//

 

গতকাল ছিল ১৭ অক্টোবর ২০২৫। অনেক আকাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষরের দিন, কিন্তু একটি দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে ছিল পুরো বাংলাদেশ, চোখের পানি ধরে রাখতে পারিনি, হতবাক হয়ে গিয়েছিল বিশ্ববাসী, একজন জুলাই যোদ্ধা, যিনি গত বছর জুলাই যুদ্ধে অংশ নিতে গিয়ে, সৃষ্টিকর্তার দেয়া অমূল্য সম্পদ একটি হাত হারিয়েছিলেন, কৃত্রিম হাত লাগিয়ে, কোন ভাবে জীবনটা চালিয়ে নেয়ার চেষ্টা করছেন, পুলিশের লাঠি চার্জে, রাস্তায় পড়ে চিৎকার করছিল, পাশে পড়েছিল তার কৃত্তিম হাতটি, এ দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছি, কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলাম, ২৪ এর জুলাইয়ে। সেই নির্ঘুম রাত কাটানোর জুলাইয়ে। সেই জুলাই এর তাজা রক্তের উপর দাঁড়িয়ে যারা শপথ নিয়েছেন, প্রকৃত গণতন্ত্র উপহার দিবেন বলে, তাদের বিবেকের কাছে প্রশ্ন এ দৃশ্য, এই অভাগা বাঙালিকে কি উপহার দিতে যাচ্ছে? গণতন্ত্র কি চিরকাল বইয়ের পাতায়াই লিপিবদ্ধ থাকবে? জুলাই সনদ স্বাক্ষরের দিনে, জুলাই যোদ্ধার এ দৃশ্য দেখতে হয়েছে পুরো বিশ্ববাসীকে। উপদেষ্টারা বলেন, তাদের জন্য ফাউন্ডেশন করা হয়েছে, উপদেষ্টাদের কাছে প্রশ্ন যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদের শপথ, শুধু ফাউন্ডেশন এর কথা বলে দায় এড়িয়ে যাওয়া যায় কী? এতে জাতি লজ্জিত হয়। যদি প্রশ্ন করা হয় কিচ্ছু চাইনা, শুধু হারানো হাতটা ফিরিয়ে দিন, পারবেন কি? ভিক্ষা নয়, ওদের প্রাপ্য অধিকারটুকু , সম্মানটুকু অন্তত দিন। রাষ্ট্রের পুলিশ বাহিনীর, সবসময়ই কাজ কি লাঠিপেটা? সেদিন দেখলাম, শিক্ষকদের বেধড়ক লাঠিপেটা করলেন পুলিশ বক্সে নিয়ে থাপ্পড় মারলেন, আজ জুলাই যোদ্ধাদের লাঠিপেটা,ন্যায্যতার দাবিতে আর কত লাঠিপেটা খাবে বাঙালি?

ডঃ মোঃ ইউনুস স্যার দেশে বিদেশে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনার পরিচালিত দায়িত্বপ্রাপ্ত সরকার ব্যবস্থার দিকে তাকিয়ে, পুরো বিশ্ববাসী, বাঙালি জাতি বিশ্বাস রাখতে চায় যে শুধু সংবিধানের পাতাই গণতন্ত্র নয়,, সত্যিকারের গণতন্ত্র ফিরে পাবে বাংলাদেশ, জুলাই সনদে, রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকটি নিশ্চিত হবে, শুধু আই ওয়াশ নয়, মানুষ তার প্রকৃত অধিকার ফিরে পাবে, পাবে মর্যাদা, রাষ্ট্র ফিরে পাবে হারানো গণতন্ত্র। আশা রাখছি জুলাই সনদটা সত্যিকারের, মুক্তির পথ দেখাবে, পথ হারাবে না বাংলাদেশ।