ভোলায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি//
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ১ সেপ্টেম্বর সোমবার ভোলা মহাজন পট্টি বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি পুরো শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্বদেন ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম।
হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপি’র নির্ধারিত সংগীত বাজানোর মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানের মুখরিত করে পুরো ভোলা শহর।
র্যালিটি বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয় বাংলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে আবার জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা হায়দার আলী লেলিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, বিএনপির সাবেক জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রব এখন বশির হাওলাদার, জেলা যুবদল শ্রমিকদের স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ বিএনপি”র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

