বোরহানউদ্দিনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

মিজানুর রহমান, বোরহান উদ্দিন//

ভোলার বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার তা’মিরুল উম্মাহ মাদ্রাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সমসাময়িক বিষয়ে উপর প্রধান প্রশিক্ষক হিসেবে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন, দৈনিক নয়াদিগন্তের বরিশাল ব্যুরো প্রধান ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক আযাদ আলাউদ্দিন। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে অসুস্থ সমাজকে সুস্থ সমাজে রূপান্তরের চেষ্টা করাই প্রকৃত সাংবাদিকতার সফলতা। সাংবাদিকতাকে পেশার পাশাপাশি ইবাদতের মাধ্যম হিসেবেও গ্রহণ করার আহ্বান জানান তিনি।

প্রেস রিলিজ, খবর সংগ্রহ ও লেখার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানে করেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও দ্বীপকণ্ঠ ডট কম এর সম্পাদক মোঃ ইউনুছ শরীফ। ডিজিটাল ক্যাম্পেইন: প্রয়োজনীয়তা ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন, ঢাকাস্থ ভোলা ফোরামের সদস্য সচিব মোঃ শাহে আলম।

দৈনিক সংগ্রামের দৌলতখান উপজেলা প্রতিনিধি আশরাফউদ্দিন ফারুকের সঞ্চালনের কর্মশালায় স্বচ্ছ সাংবাদিকতা ঈমানের অংশ এ বিষয়ে কুরআনুল কারীম থেকে আলোচনা পেশ করেন, দৌলতখান-বোরহান উদ্দিন মিডিয়া হাউজের উপদেষ্টা অধ্যাপক মাকসুদুর রহমান। কর্মশালায় বোরহান উদ্দিন ও দৌলতখান উপজেলার নবীন- প্রবীণ সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।