ভোলা জেলা যুবদলকে পৌর যুবদলের অভিনন্দন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

স্টাফ রিপোটার//

ভোলা জেলা যুবদলের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভোলা পৌর যুবদল। আজ ১১ আগস্ট সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খায়রুল আলম মিলন, পৌর যুবদলের আহ্বায়ক মো. রিয়াদ হাওলাদার, সদস্য সচিব মো. সগির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল, মোঃ মমিনুল ইসলাম শিবলু ,মোঃ সোহরাব হোসেন, মোহাম্মদ জুয়েল হাওলাদার, মোহাম্মদ আলমগীরসহ ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদল ও পৌর যুব দলের নেতৃবৃন্দ ।

এ সময় জেলা নেতৃবৃন্দ বলেন, নতুন করে যুবদলের কমিটি হওয়ায় ভোলায় যুবদল আলোকিত হয়েছে। ভোলার যুবদল এখন সু-সংঘটিত, আমরা আশা করি আগামীদিনে এই যুবদল সকলকে নিয়ে রাজপথে থাকবে। বেশি দিন দূরে নয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামীতে এই বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে। ভোলা একটি শান্তির জায়গা। এখানে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। আমরা আাশা করি নতুন নেতৃত্ব ভোলার যুবদলকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।