বিএনপিকে হেয় করার চেষ্টা সফল হবে না- ভোলায় জিলানী

ভোলা প্রতিনিধি//
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, আগামী ফেব্রুয়ারী মাসে আমরা একটি জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। কিন্তু একটি গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও তালবাহানা করছে। বিশেষ করে বিএনপিকে হেয় করার জন্য তারা নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তারা ফেসবুকে ফেইক আইডি খুলে নানাভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আজ শুক্রবার (০৮ আগস্ট) দুপুরের দিকে ভোলা শিল্পকলা একাডেমি হল রুমে জেলার তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোন্তাসির আলম রবিন চৌধুরীর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, সহ সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ রাসেল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, সহ দপ্তর সম্পাদক ওসমনা গণি, সদস্য রাকিবুল হাসান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


