ভোলার লালমোহনের সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

এম এ হাসান//
ভোলার লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ আগস্ট শনিবার লালমোহন-তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের আয়োজনে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হলরুমে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
লালমোহন প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক এম এ হাসানের সভাপতিত্বে এবং তজুমদ্দিন প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক জাকির হোসাইন শামিমের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চিপ আযাদ আলাউদ্দিন এবং দৈনিক আমার দেশ ভোলা জেলা প্রতিনিধি ও দ্বীপকণ্ঠের সম্পাদক মো: ইউনুছ শরীফ। ইসলামী ব্যাংক হাসপাতাল, ঢাকা’র প্রশাসনিক কর্মকর্তা কাজী শাহে আলম।
কর্মশালার উদ্বোধন করেন, লালমোহন-তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের উপদেষ্টা মাওলানা আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন-তজুমদ্দিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আখতার উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমার দেশে’র লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খান ও দৈনিক সংগ্রামের লালমোহন প্রতিনিধি মাহবুবুর রহমান।
কর্মশালায় সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা, মফস্বল সাংবাদিকতা ও ডিজিটাল সাংবাদিকতাসহ সমসাময়িক বিষয়ের উপরে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।


