আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই-অধ্যক্ষ বাবর

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

বিশেষ প্রতিনিধি//

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর বলেছেন, আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই। কুমিরের সর্দি হয় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই সকল ধরনের এন্টিবায়োটিক খেয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যার কারণে কোনদিন সর্দি হবে না। আমরা জাতির খেদমত করতে চাই। আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই। অনেক দলকে । অনেক দলের বন্টন নিয়ম নীতি দেখেছেন। আমাদেরকে একবার আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিন। আমরাও মানুষ আমরা আপনাদের ভাই। আমরাও আপনাদের একবার সুযোগ নিতে চাই। আপনাদের সুযোগ নিয়ে আমরা আপনাদেরকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ পরিচালনা উপহার দিতে চাই। নতুন প্রজন্মের প্রথম ভোট হবে দাঁড়িপাল্লা মার্কায়। নতুন প্রজন্ম আমাদের পাশে দাঁড়াবে এটাই আমরা বিশ্বাস করি। সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা দেশ পরিচালনা করতে চাই। ১ আগস্ট শুক্রবার ভোলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নির্বাচন ভোলা-১ আসনের ভোটকেন্দ্রের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়ের বাংলাদেশ। আমরা আগামী নির্বাচনের লক্ষে জিহাদের মাঠে নেমে গেছি। আমাদেরকে আরেকটি জিহাদ করতে হবে। প্রত্যেক কেন্দ্রে মা-বোনদেরকে নিয়ে কেন্দ্র পাহারায় নিয়োজিত থাকতে হবে। যাতে আমাদের অর্জিত বিজয় কেউ ছিনিয়ে নিতে না পারে।

ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, ভোলা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য জিয়াউল মোর্শেদ চৌধুরী, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক অধ্যাপক আমির হোসেন, ভোলা পৌরসভার আমির জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।