গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ভোলা প্রতিনিধি//
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্তৃক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), পুলিশ ও সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা। আজ ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন। ভোলা পৌরসভা সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, ভোলা সদর আমির মাওলানা কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সংস্কারের মাধ্যমে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনের লক্ষ্যে যখন দেশ এগুচ্ছে, তখন নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন ছাত্রলীগ, আওয়ামীলীগ সম্পূর্ণ অন্যায় ভাবে জুলাই অভ্যুত্থানের মহানায়কদের উপর অতর্কিত হামলা করে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর উপরও তারা পৈশাচিক হামলা চালাতে পিছপা হননি। এটা বিশ্বের জন্য এবং জাতির জন্য অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ৭ দফা দাবিতে আগামী ১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সকলকে উপস্থিত হয়ে সফল করার আহ্বানও জানান বক্তরা।


