ভোলা প্রতিনিধি//
ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণকে সাথে নিয়েই আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সরকার গঠন করবে। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে। চাঁদাবাজি, লুণ্ঠন আর নির্যাতনের মত শব্দগুলো বাংলাদেশের মাটি থেকে উঠে যাবে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব সরকারই জনগণের শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জনগণকে পুঁজি করে নিজেদের আখের গুছিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে জনগণকে সাথে নিয়ে এ সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গণভোটের বিষয়ে তিনি বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। সরকারকে গণ ভোট দিতে বাধ্য করা হবে। আজ ১৫ নভেম্বর শনিবার ভোলায় প্রচার-প্রচারণার অংশ হিসেবে কয়েক হাজার মোটরসাইকেল শোভাযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যেই মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। জুলাই বিপ্লবের পর এদেশের মানুষ জামায়াতে ইসলামীর কাছ থেকে যে ধরনের ভূমিকা প্রত্যাশা করেছেন তা পুরোপুরি পূরণে সচেষ্ট রয়েছেন জামায়াত। ইতিপূর্বে বাংলাদেশে জামায়াতের ২জন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। এক পয়সার দুর্নীতির প্রমাণ করতে পারেনি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। আগামী দিনেও দেশ পরিচালনায় জামায়াতের কাছ থেকে দুর্নীতির পরিবর্তে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ উপহার পাবে।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার বেলায়ত হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌরসভা আমির জামাল উদ্দিন, জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর সেক্রেটারি আব্দুল গাফফার, পৌর সেক্রেটারি আতাউর রহমান কামাল, পৌর নায়েবে আয়েবে আমির রুহুল আমিন।
সম্পাদক ও প্রকাশক:- ইউনুছ শরীফ