জুলাই স্মরণে


বছর ঘুরে আবার এসেছে জুলাই, সেই বেদনাদায়ক জুলাই, গুলির শব্দ, আর্তনাদ, লাশ, রক্তাক্ত রাজপথ, চোখ বন্ধ করলে এখনো কানে বাজে স্বজনদের আহাজারি, দুশ্চিন্তায় কপালে ভাঁজ নিয়ে বহুদিন নির্ঘুম রাত কাটানো কষ্টদায়ক অনুভবের জুলাই এসেছে।ন্যায়ের জন্য, অধিকারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে এক কথায় সত্যি কারের গণতন্ত্রের জন্য স্বইচ্ছায় তরুনেরা নিজেদের জীবন বিলিয়ে দেয়া সেই স্মরণীয় বরণীয় জুলাই এসেছে। সত্যিকারের গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ করেছে পুরো জাতি। ডঃ মোঃ ইউনুস দেশে বিদেশে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। স্যারের নেতৃত্বাধীন দায়িত্বরত সরকার সংস্কারের কাজটি এমনভাবে শেষ করবেন যেন, সত্যিকারের গণতান্ত্রিক দেশ আপনাদের হাত ধরে জাতি উপহার পায়। Government of the people, by the people, for the people শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবে রূপ পাবে। সংস্কারের পর নির্বাচনের হাত ধরে যারা দেশ পরিচালনা করবেন তারা যেন আর শাসক নামের ভূত হয়ে ঘাড়ে চেপে শোষণ করতে না পারে। শাসক শ্রেণী যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য থাকে। স্যার, পুরো জাতি আশা রাখছে, সত্যিকারের গণতন্ত্র ফিরবে, যে গণতন্ত্র দেখে জুলাই শহীদের আত্মা শান্তিতে ঘুমাবে। আমি সব কিছুকে মরীচিকা নয়, আশার প্রদীপ হিসেবে দেখছি, যে প্রদীপের আলোয় সকলে মিলে আলো জ্বালাবো সত্যিকারের সোনার বাংলায়। আমাদের কষ্টার্জিত বিজয় সে সোনার বাংলা উপহার দিবে সেই অপেক্ষায় কোটি কোটি বাঙালি।
কাজী আনজুম, লেখক ও শিক্ষক