ভোলার চরফ্যাশনে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের বসত বাড়ির বিল্ডিং ভাঙচুর! 

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

ভোলা প্রতিনিধি//

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে মসজিদের মাইকে ঘোষণা পর প্রতিপক্ষের বসত বাড়ির বিল্ডিং ভেকু দিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে স্হানীয় আওয়ামীলীগ নেতা মো: ফয়েজ, যুবদল নেতা নয়ন ও হাবিবের বিরুদ্ধে।

গত ৭ মার্চ রাত ১০টায় দুলার হাট ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন নিজামুদ্দিন, ও মাইনুদ্দিন এর বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীর ভাই মো: নুরুল আমিন শাহের দুলার হাট থানায় করা মামলা সূত্রে জানা গেছে,পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ২৮ শতাংশ সম্পত্তির চর তোফাজ্জল মৌজার বি এস খতিয়ান নং ৬৭৬ দাগ নং ৪২১২ । উক্ত জমিতে দীর্ঘদিন ধরে বসতে বাড়ি বিল্ডিং ও দোকান নির্মাণ করে বসবাস করে আসছেন তার ভাইয়েরা। গত কয়েক দিন আগে দুলার হাট ঈদগাঁ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ, নয়ন ও হাবিব আমাদের বসত বাড়ির ও দোকানের জমি মসজিদের সম্পত্তি বলে দাবি করে তা ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন। ঘটনার পরিপেক্ষিতে আমি ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ সিনিয়র জজ আদালত চরফ্যাশনে দে: মামলা নং:১৬০/২০১৫ দায়ের করি। আদালত উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ও আসামি ফয়েজকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করে। আদালতে মামলা ও নিষেধাজ্ঞা প্রদান করায় আসামীগন ক্ষুব্ধ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহানা কনস্ট্রাকশনের ভেকু ব্যবহার করে আমার ভাই,নিজামুদ্দিন, ও মাইনুদ্দিন এর নির্মাণাধীন বিল্ডিং এর বাউন্ডারির ওয়াল সহ ১তলা বিশিষ্ট ২টি পাকা বিল্ডিং ৩টি আধা পাকা টিন সেট ঘর ভাঙচুর করে। যার ক্ষতির পরিমাণ অনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা। ভাংচুরে কার্যক্রমে বাধা প্রদান করলে আরজু বেগম সাইফুল ইসলাম কে বেধড়ক মারধর করে।

নুরুল আমিন শাহ আরও বলেন, ভাই ও তাদের পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে আমি দুলার হাট থানায় মামলা দায়ের করি, মামলা নং ০১ তাং ০৯/০৩/২০২৫।

এব্যাপারে প্রাক্তন ইউপি সদস্য দুলারহাট কেন্দ্রীয় ঈদগাঁ ও মসজিদ প্রতিষ্ঠাতা সদস্য আবদুস সালাম বলেন,নুরুল আমিন শাহের ভাইদের বাড়ির সেখানে মসজিদের কোন জমি নেই। বাড়িটি ভেকু দিয়ে ভাংচুর করা ঠিক হয়নি,অন্যায় করা হয়েছে।

বর্তমান মসজিদ কমিটির ক্যশিয়ার মোঃ ফিরোজ বলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: ফয়েজ মাইকে ঘোষণা দিয়ে ওই বাড়িট ভাংচুর করেছেন,এটি ঠিক হয়নি।এছাড়া উক্ত জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

বর্তমান দুলার হাট ঈদগাঁ জামে মসজিদ কমিটির সহ সেক্রেটারি অভিযুক্ত হাবীব বলেন,বসত বাড়ির বিল্ডিং ভেকু দিয়ে ভাংচুরের সময়, আমি এখানে ছিলাম না।

মামলার প্রধান আসামি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: ফয়েজ বলেন, বিল্ডিং অবৈধ ভাবে মসজিদের জায়গা নির্মিত হয়েছে, যার কারণে মুসল্লীগণ সেটি ভেঙে দিয়েছে।

ওই মসজিদের মুসল্লী চরফ্যাশন পৌর যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম নয়ন বলেন, নিজামুদ্দিন ও মাইনুদ্দিন ভূয়া কাগজ তৈরি করে দীর্ঘদিন মসজিদের জমিতে বিল্ডিং নির্মাণ করে বসবাস করছে।

এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আইনানুগ ভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

ছবি সংযুক্ত।