বোরহানউদ্দিন পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার


বোরহানউদ্দিন প্রতিনিধি//
পেশাজীবীদের সম্মানে ভোলার বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) বোরহানউদ্দিন মডেল মসজিদ মিলানায়তনে পৌর আমীর মাওলানা মোঃ আমানুল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মোঃ শফিউল্লাহ।
উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কালাম, অধ্যক্ষ মোঃ নূর নবী, অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।