সুন্দরবনের গ্যাস সরবরাহে নানান তালবাহানা- ক্ষতির মুখে ভোলার শিল্প কারখানা


ভোলা প্রতিনিধি//
ভোলায় সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড এর নানান তালবাহায় নিজস্ব গ্যাস ব্যবহার করতে পারছে না বিসিক শিল্প নগরীর শিল্পোদ্যোক্তারা। সংযোগ পেয়েও ব্যবহার করতে পারছে না গ্যাস। ফলে ক্ষতির মুখে কোটি কোটি টাকার শিল্প কারখানা। বেকার শত শত শ্রমিক। এমন অনিশ্চয়তায় দিশেহারা ভোলার শিল্পোদ্যোক্তারা।
সুন্দরবনের অনুমতির আলোকে জানা যায়, ভোলায় নিজস্ব গ্যাস ব্যবহারের অনুমতি পেয়ে কোটি কোটি টাকা ব্যয়ে বিসিক শিল্প নগরীতে গড়ে উঠেছে ছোট, বড় অনেক শিল্প কারখানা। নিয়োগ দেয়া হয়েছে শত শত শ্রমিক। গত ০১/১১/ ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানী উপদেষ্টা ফাউজুল কবির খান ভোলা আগমন করেন। সংবাদ সম্মেলনে শিল্প উদ্যোক্তাদের আবেদনের প্রেক্ষিতে ভোলার শিল্পোদ্যোক্তাদের ভোলার নিজস্ব গ্যাস সংযোগের আশ্বাস দেন। সে আলোকে মেসার্স জে.কে ট্রেডার্স এর আবেদনের প্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর ২০২৪ সুন্দরবন গ্যাস কোম্পানী মেসার্স জে.কে ট্রেডার্সকে লিখিতভাবে গ্যাস সংযোগের অনুমতি প্রদান করেন। যার স্মারক নং- ২৮.২১.০০০০.১৭১.৭২.০০১.২৪.৯৭/৪০১১ এবং এ আলোকে মেসার্স জে.কে ট্রেডার্স সুন্দরবন কোম্পানীর চাহিদা মোতাবেক ৩০/১২/২০২৪-৪১৩ নং স্মারকে জামানত প্রদান করেন। কোম্পানির সকল নিয়ম-কানুন এবং সরকারি বিধি-বিধান মেনে কোটি কোটি টাকা শিল্প খাতে বিনিয়োগ করার পরেও সুন্দরবন গ্যাস কোম্পানীর গ্যাস সরবরাহ তালবাহানায় দিশেহারা শিল্প উদ্যোক্তারা। এ বিষয়ে অনুমতি পাওয়া মেসার্স জে.কে ট্রেডার্স এর স্বত্বাধিকারী জামাল উদ্দিন খান বলেন, আমরা সকল নিয়মকানুন মেনে ব্যবসার উদ্দেশ্যে কোটি কোটি টাকা খরচ করেছি। সুন্দরবন গ্যাস কোম্পানীর অনুমতির আলোকে গ্যাস লাইনে টেনে কারখানা তৈরি করেছি। কর্মকর্তা কর্মচারীও নিয়োগ দিয়েছি। এখন তারা আমাদেরকে গ্যাস সরবরাহ করছে না। ব্যাংক লোন আর কর্মচারীদের বেতনে আমরা এখন দিশেহারা। আমরা দ্রুত গ্যাস সরবরাহ চাই।
ভোলায় দায়িত্বরত সুন্দরবন গ্যাস কোম্পানীর ব্যবস্থাপক মোঃ অলিউর রহমান জানান, পেট্রো বাংলা গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে আমাদেরকে একটি চিঠি দিয়ে বলেছে নতুন সংযোগের বিষয়ে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের পর সরবরাহ করবে। যার কারণে মেসার্স জি.কে ট্রেডার্স সকল নিয়ম-কানুন মেনে সংযোগ নিলেও আমরা পেট্রো বাংলার চিঠির অপেক্ষায় গ্যাস সরবরাহ করতে পারছি না। আশা করি খুব দ্রুতই এ বিষয়ে ফায়সালা করা যাবে।
বিসিক শিল্পনগরীর ভোলা জেলা কর্মকর্তা এসএম সোহাগ হোসেনের জানান, আমরা জ্বালানী উপদেষ্টার আশ্বাসে ও সুন্দরবন গ্যাস কোম্পানীর অনুমতিতে সরকারী অর্থায়নে আমরা গ্যাস লাইন টানার কার্যক্রম সমাপ্ত করি। কিন্তু সুন্দরবন গ্যাস কোম্পানী নিজেদের অফিসিয়াল সিষ্টেমের সমস্যার কারণে গ্যাস সরবরাহ করছে না। এতে করে শিল্প উদ্যোক্তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ থেকে আমরা দ্রুত উত্তোরন চাই।