আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ


ভোলা প্রতিনিধি//
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা। আজ মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারী, বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল পুরো ভোলা শহর প্রদক্ষিণ করে।
আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির আল্টিমেটাম দিয়ে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মনির, সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন পৌরসভা আমীর মোঃ জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।