ভোলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির আনন্দ মিছিল

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

ভোলা প্রতিনিধি//

ভোলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ভোলা জেলা বিএনপির কার্যলয়ের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত ব্যানার নিয়ে সংগঠনের নেতাকর্মীরা শহরের মিছিল করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় নব গঠিত কমিটির আহবায়ক মিজানুর রহমান মাসুদ,সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তব্যে নবাগতম নেতৃবৃন্দ বলেন, নবগঠিত আহবায়ক কমিটি আগামীতে সকল ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত আহবায়ক কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন।

নতুন কমিটির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল আন্দোলন সংগ্রামসহ রাজপথে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তারা আগামী নির্বাচনে ভোলা জেলার চারটি আসনকে বিএনপির ঘাঁটি হিসেবে তৈরি করতে কাজ করবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন নতুন নেতৃত্ব।

৬ই ফেব্রুয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।