ভোলায় তোফায়েলের বাড়ি ভাঙচুর-অগ্নি সংযোগ 

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

স্টাফ রিপোর্টার//

আওয়ামী স্বৈর সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী, ভোল-০১ আসনের সাবেক সাংসদ তোফায়েল আহমেদ’র বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার  ৬ ফেব্রুয়ারী মধ্যরাত ১টায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সন্ধ্যায় ভোলা শহরে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা হাসিনা বিরোধী মিছিল বের করেন।

 

ভোলার শহরের গাজীপুর রোডে “প্রিয় কুটির” নামে তোফায়েল আহমেদের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটি ৬ তারিখ মধ্যরাতে উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।

রাতভর শতশত বিক্ষুব্ধ মানুষ বাড়ীটির প্রধান গেট ভেঙ্গে প্রথমে ভিতরে প্রবেশ করে। বাসার সকল আসবাবপত্র রাস্তায় ফেলে আগুনে পুড়িয়ে দেয় তারা। রাতে সরেজমিন তথ্যানসন্ধানকালে দেখা গেছে,ওইবাড়ীতে প্রবেশ করে আশপাশের বহুমানুষ অনেক মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। বাসার ফ্রিজ,টিভি ওয়াশিং মেশিন,আলমারী,শোকেস,খাট,সোফা,ফ্যান এমনকি হারিপাতিলগুলোও অনেকে ভাগাভাগি করে নিয়ে গেছে। অন্যান্য মালামাগুলো রাস্তায় ফেলে পুড়িয়ে দেয়া হয়।  ওইবাড়ীতে ভাংচুর ও আগুন দেয়াকালে উত্তেজিতরা আ’লীগের আস্তানা এই ভোলাতে রাখবোনা,খুনী হাসিনার আস্তানা এ বাংলাতে হবেন শীর্ষক শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে। দেখা গেছে,তোফায়েল আহমেদের বাড়ীতে হামলার পাশাপাশি তার বাড়ীর পার্শ্বেই অবস্থিত জেলা আ’লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম নকীব’র বাড়ীতে হামলা ও ভাংচুর চালানো হয়। রাতে সাবেক এই সাংসদের বাড়ীতে আগুন দিলে আশপাশের বাসাবাড়ির বাসিন্দারা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। আগুন নেভাতে দমকল বাহিনী কিম্বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকেই ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।  এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িটি এখনো আগুনে পুড়ছে।