তামিরুল উম্মাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধি//

একাডেমিক পড়ালেখার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমেও ছাত্র-ছাত্রীদেরকে অংশগ্রহণ বাড়াতে হবে বলে মন্তব্য করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান।

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) ভোলার বোরহানউদ্দিন উপজেলার তামিরুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ধর্মীয় জ্ঞানের শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা, প্রযুক্তি, ইসলামী সংগীত ,বিতর্কসহ বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে তাদের দক্ষতার পরিচয় দিতে হবে। এ সময় তিনি ১০০% পার্সেন্ট উপস্থিতি ও মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রশংসা করেন। ইআইআইএন নাম্বারের ব্যাপারে মাদ্রাসার আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কো-অর্ডিনেটর প্রভাষক মাওঃ ইউসুফ হোসাইন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, মির্জাকালু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওঃ মোঃ নূরনবী। সাবেক উপাধক্ষ্য খালেদ হোসাইন, ভারপ্রাপ্ত উপাধক্ষ্য মাওলানা জহিরুল ইসলাম জাবেরী সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।